জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাব থেকে সরে এসেছে ঐকমত্য কমিশন, কাঠামোতে পরিবর্তন আসছে

জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাব থেকে সরে এসেছে ঐকমত্য কমিশন, কাঠামোতে পরিবর্তন আসছে

রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দিয়ে জাতীয় ঐকমত্য কমিশন জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) প্রস্তাব থেকে সরে এসেছে। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অধ্যাপক আলী রিয়াজ এ বিষয়ে নিশ্চিত করেন। তিনি বলেন,  নতুন এই কমিটির কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। 

তিনি আরো বলেন, এনসিসিতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি থাকার যে প্রস্তাব করা হয়েছিল, নতুন প্রস্তাবিত কমিটিতে তারা থাকবেন না। উচ্চকক্ষ ও নিম্নকক্ষের স্পিকার এই কমিটিতে অন্তর্ভুক্ত থাকবেন। কমিটি শুধু সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে। অ্যাটর্নি জেনারেল ও তিন বাহিনীর প্রধানের নিয়োগ এই কমিটির অন্তর্ভুক্ত হবে না। 

আলী রিয়াজ বলেন, এই কমিটি হবে সাত সদস্যবিশিষ্ট, যেখানে সভাপতি থাকবেন নিম্নকক্ষের স্পিকার। 

প্রস্তাবিত কমিটিতে থাকবেন- প্রধানমন্ত্রী, স্পিকার (নিম্নকক্ষ), স্পিকার (উচ্চকক্ষ), বিরোধীদলীয় নেতা, প্রধান বিরোধী দল ছাড়া অন্যান্য বিরোধী দলগুলোর একজন প্রতিনিধি, রাষ্ট্রপতির প্রতিনিধি (আইনের মাধ্যমে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন), প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি। সভাপতিত্ব করবেন নিম্নকক্ষের স্পিকার।

 

 

News Courtesy:

DBC News | June 25, 2025

An unhandled error has occurred. Reload 🗙