গণতান্ত্রিক রাষ্ট্রই নাগরিকের অধিকার নিশ্চিত করতে পারে: আলী রীয়াজ

গণতান্ত্রিক রাষ্ট্রই নাগরিকের অধিকার নিশ্চিত করতে পারে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সমৃদ্ধশালী গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ করে একটি জাতীয় সনদ তৈরির চেষ্টা চলছে। এটি ভবিষ্যৎ বাংলাদেশের সুনির্দিষ্ট রূপরেখা নির্দেশ করবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা শিগগির শেষ হবে। এর পর দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করবে কমিশন। গণতান্ত্রিক রাষ্ট্রই নাগরিকের অধিকার নিশ্চিত করতে পারে।

ঢাকা সফরে আসা আর এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট ক্যারি কেনেডির সঙ্গে বুধবার জাতীয় সংসদে ঐকমত্য কমিশনের কার্যালয়ে এক বৈঠকে এসব কথা বলেন তিনি।

কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে আর এফ কেনেডি হিউম্যান রাইটসের এশিয়ার স্টাফ অ্যাটর্নি ক্যাথরিন কুপার এবং আন্তর্জাতিক পরামর্শ ও বিচারিক কার্যক্রমের ভাইস প্রেসিডেন্ট অ্যাঞ্জেলিটা ব্যায়েন্স উপস্থিত ছিলেন।

বৈঠকে ঐকমত্য কমিশনের কার্যক্রমে অগ্রগতি ও লক্ষ্য সম্পর্কে আলোচনা হয়। ক্যারি কেনেডি ঐকমত্য কমিশনের সাফল্য কামনা করেন।

News Courtesy:

Samakal | May 14, 2025

 

 

 

An unhandled error has occurred. Reload 🗙