ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বেড়িয়ে যান সবাই
আগুন আতঙ্কে হঠাৎ করে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে রাজনৈতিক দলের নেতা ও কমিশনের সদস্যরা বেরিয়ে যান । সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আয়োজিত বৈঠক চলাকালে ফায়ার সতর্কতা সংকেত বেজে উঠলে মুহূর্তেই উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ উপস্থিত নেতাদের দ্রুত হলে থেকে বের হওয়ার অনুরোধ জানান। এরপর উপস্থিত রাজনীতিকরা হুড়োহুড়ি করে নিচে নেমে এসে ভবনের বাইরে অবস্থান নেন।
সিপিবির সভাপতি রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘কী ঘটেছে, সেটা নিশ্চয়ই কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে।’ অন্যদিকে, ড. আলী রীয়াজ সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং জানান যে পরিস্থিতি পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত সতর্ক থাকা জরুরি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের কোনো অংশে কেউ অসাবধানতাবশত সিগারেটের আগুন ফেলায় এই অ্যালার্ম সক্রিয় হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, ‘ফায়ার এলার্ম বাজার কারণে আমরা বেড়িয়ে আসি বৈঠক থেকে। কী কারণে এমন হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঢাকা শহরে আগুনের ঘটনা অনেক সময়ই ঘটে থাকে, নিরাপত্তার স্বার্থে সবাই রেড়িয়ে এসেছি।’ পরে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে আবার সবাই ঐকমত্য কমিশনের বৈঠকে বসেন।
News Courtesy: