জুলাই সনদ নিয়ে মীমাংসা কি সম্ভব?

বাংলাদেশে সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের জুলাই সনদের মৌলিক কয়েকটি বিষয়ে দলগুলোর মতপার্থক্যের মীমাংসা এখনো হয়নি। এর বাস্তবায়ন প্রশ্নেও বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন দলের পাল্টাপাল্টি অবস্থান বা প্রকাশ্যে নানা মেরুকরণ দেখা যাচ্ছে।
অনেক প্রশ্ন, আপত্তি, মতপার্থক্য যাই থাকুক না কেন-রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপট সংস্কারের ব্যাপারে বর্তমানে সক্রিয় দলগুলোর ওপর একটা চাপ তৈরি করেছে।
ফলে ক্ষমতায় যেতে চায় বা থাকতে চায় ক্ষমতার কাছাকাছি, এমন চিন্তার দলগুলো শেষপর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করবে-সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি দেওয়া না দেওয়ার প্রশ্নেই বিএনপির সঙ্গে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মূল বিরোধ। বিএনপি এবং এর মিত্র কিছু দল ও জোট অবস্থান নিয়েছিল আইনি ভিত্তি দেওয়ার বিরুদ্ধে।
এখন এই দলগুলোর নেতাদের অনেকে বলছেন, সনদ বাস্তবায়নের উপায় বের করতে তারা শক্ত অবস্থান থেকে কিছুটা ছাড় দিতে পারেন।
বিষয়টাতে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের মতামত নিতে রেফারেন্স পাঠানো যায় কি না, এনিয়ে বিএনপি ও এর মিত্র দলগুলোর মধ্যে আলোচনা রয়েছে।
তবে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, পাল্টাপাল্টি অবস্থান বা মতপার্থক্য থাকার পরও প্রভাবশালী দলগুলোসহ বেশির ভাগ দলই হয়তো জুলাই সনদে স্বাক্ষর করবে, কিন্তু ভোটের পরে সেই সনদের কতটা গুরুত্ব থাকবে, নাকি 'কাগুজে বাঘ' হয়েই রয়ে যাবে-সেই প্রশ্ন রয়েছে।
এদিকে, জুলাই সনদের চূড়ান্ত খসড়া নিয়ে মতামত জানানোর সময়সীমা আজ শেষ হলেও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দল আরও দু'একদিন সময় চেয়েছে।
সেই প্রেক্ষাপটে জাতীয় ঐকমত্য কমিশন আরও দুই দিন সময় বাড়িয়েছে। এখন ২২শে অগাস্টের মধ্যে দলগুলোকে তাদের মতামত লিখিতভাবে জানাতে হবে।
বিএনপি অবশ্য কয়েকটি বিষয়ে তাদের আপত্তি বা ভিন্নমতসহ লিখিত মতামত আজ জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে।
News Courtesy: