আমাদের যেন আর স্বৈরাচারী অবস্থায় ফিরতে না হয়: আলী রীয়াজ

আমাদের যেন আর স্বৈরাচারী অবস্থায় ফিরতে না হয়: আলী রীয়াজ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ২৪ সালের জুলাইয়ে যারা প্রাণ দিয়েছে, তারা আমাদের ওপর একটা দায় এবং দায়িত্ব দিয়ে গেছে। সেই দায়িত্বটা হলো, যেন আমাদের আবার সেই স্বৈরাচারী অবস্থায় ফিরে যেতে না হয়।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন ভবনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা শীর্ষক প্রকল্পের আওতায় বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যাদের সন্তান আন্দোলনে জীবন দিয়েছে, যারা গুম খুনের শিকার হয়েছে, তাদের সবার এই একটাই চাওয়া। আর এটা নিশ্চিত করতে হবে, ব্যবস্থা বদল করার মাধ্যমে। আর এই সুযোগটা তৈরি হয়েছে গণভোটের মাধ্যমে। গণভোটের মাধ্যমে যেন এটা নিশ্চিত হয়, আগামীতে যারা ক্ষমতায় আসবে, তারা যেন জনগণের চাওয়া পূরণে বাধ্য থাকেন।

আলী রীয়াজ বলেন, দেশে অতীতেও গণভোট হয়েছে। তবে সেই গণভোটের সঙ্গে এবারের গণভোটের পার্থক্য রয়েছে। কারণ এবারের গণভোটটি অভ্যুত্থান পরবর্তী গণভোট। গণভোটে সব রাজনৈতিক দল একমত হয়েছে। ৯ মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে। অনেক বিষয়ে ভিন্ন মত হলেও গণভোটের বিষয় কোনো ভিন্ন মত হয়নি।

তিনি আরও বলেন, সংসদ যখন তৈরি হয়, আমরা বিভিন্ন বিবেচনা থেকে জনপ্রতিনিধি তৈরি করি। তাতে দলের বিবেচনা, এলাকার বিবেচনা থাকে। কিন্তু গণভোটের মাধ্যমে সে প্রতিনিধিকে বলা যাবে যে, কীভাবে আপনি দেশটা পরিচালনা করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ছালাম খান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার প্রমুখ।

News Courtesy:

Barta 24 | January 1, 2025

 

 

 

An unhandled error has occurred. Reload 🗙