১৬ বছরের পুনরাবৃত্তি ঠেকাতে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান আলী রীয়াজের

১৬ বছরের পুনরাবৃত্তি ঠেকাতে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান আলী রীয়াজের

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বিগত ১৬ বছর গুম, খুনসহ নানা ভয়াবহ অপরাধের মধ্য দিয়ে দেশ পরিচালনা করেছে ফ্যাসিস্টরা। সেই সময়ের মতো অপরাধ আর ভবিষ্যতে না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দেয়ারও আহ্বান জানিয়ে তিনি এর পক্ষে প্রচারণা চালানোরও আহ্বান জানান।
গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে গতকাল রোববার বরিশাল বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, আমাদের সবার মধ্যে মতের পার্থক্য থাকতে পারে, তবে সবাইকে দেশের কল্যাণের পক্ষে এবং গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে থাকতে হবে।

বরিশাল বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের আয়োজনে রোববার নগরীর বেলস্ পার্কে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় পরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম।

পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মনজুর মোরশেদ আলম ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম ও বরিশাল বিভাগীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা আবদুল হাই নিজামীও সভায় বক্তব্য রাখেন।


বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত না করতে পারলে- খুনি মাফিয়া ফ্যাসিস্টরা আবার ফিরে আসবে। তারা দেশ থেকে পাচার করা হাজার হাজার কোটি টাকা খরচ করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে বলে উল্লেখ করেন তিনি।

News Courtesy:

Inqilab | January 2026

 

 

 

An unhandled error has occurred. Reload 🗙